Top
সর্বশেষ

বিএনপি কবর থেকে উঠতে পারবে না, সন্ত্রাসী কার্যক্রম করলে জামায়াতের শেকড় উপড়ে ফেলা হবে: কৃষিমন্ত্রী

১৩ জুলাই, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
বিএনপি কবর থেকে উঠতে পারবে না, সন্ত্রাসী কার্যক্রম করলে জামায়াতের শেকড় উপড়ে ফেলা হবে: কৃষিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০১১ সাল থেকে প্রতিদিনই সমাবেশ করছে বিএনপি। এখন তাদের পায়ের নিচে মাটি নাই। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। যতোই সমাবেশ করুক না কেন, তারা এই কবর থেকে উঠতে পারবে না।

আ.লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে দেশে অরাজকতা হয়নি। জামায়াত যদি আবার কোন অরাজকতা সৃষ্টি করে, জ্বালাও পোড়াও করে, তাহলে ১৯৭১ সালের মতো যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, ঠিক সেভাবেই তাদেরকে পরাজিত করা হবে। আবার কোনরকম সন্ত্রাসী কার্যক্রম করলে স্বাধীনতাবিরোধী জামায়াতের শেকড় উপড়ে ফেলা হবে।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুলে একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচন দেশের সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠ নির্বাচন হয়েছে। সেটাও বিএনপি মানেনি। সেদিন থেকেই আন্দোলন শুরু করেছে৷ ২০১৪ সাল থেকে বাড়িতে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, ১৫ সালে ৩০০ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। পাক বাহিনীর চেয়েও বর্বর, নির্মম, নিষ্ঠুর বিএনপির সন্ত্রাসী কার্যক্রম। এখন তারা ক্ষেত্র প্রস্তুত করেছে নিরপেক্ষ নির্বাচনের। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। আন্দোলন করে কেউ কোনদিন সফল হয়নি, যদি জনগণ পাশে না থাকে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের কারনে দেশের জনগণ সরকারের সাথে রয়েছে, আ.লীগের সাথে আছে। ইনশাআল্লাহ, আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোন সুযোগ নেই। আমাদের লক্ষ্য দুইটি, বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করব, শান্তির-উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ গড়ব। সে লক্ষ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা রাজনৈতিকভাবে ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে কাজ করছে।

পরে কৃষিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটেটর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াসমিন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছায়েদুল হাসানসহ অন্যান্যরা।

শেয়ার