Top
সর্বশেষ
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি

শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কালোব্যাজ ধারণ করার নির্দেশ

২০ জুলাই, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কালোব্যাজ ধারণ করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী আগামী ১৫ আগস্ট। এদিন জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে মাসব্যাপী ব্যাংকগুলোর কর্মসূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শোক দিবস উপলক্ষে বিশেষ ব্যানার স্থাপন, মাসব্যাপী কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালন করতে হবে ব্যাংকগুলোকে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে মাসব্যাপী কালোব্যাজ ধারণ করতে হবে। ১৫ আগস্ট ব্যাংক ভবনসমূহে (নিজস্ব/ভাড়া) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিশেষ ব্যানার বা ফেস্টুন স্থাপন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন করা, নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বা খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা।

এছাড়া ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বা ভাষণ প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।

শেয়ার