Top
সর্বশেষ

আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর ও হামলার ঘটনায় মামলা

২২ জুলাই, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর ও হামলার ঘটনায় মামলা
পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় গত শুক্রবার ভোর রাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকরা ৩ চাইনিজ সহ আরপিসিএল এর ৪ নিরাপত্তা কর্মীকে মারধর করে।

এসময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ী ভাংচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার