Top
সর্বশেষ
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি

এলসির কড়াকড়িতে আমদানি কমলেও বেড়েছে ব্যয়

২৩ জুলাই, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
এলসির কড়াকড়িতে আমদানি কমলেও বেড়েছে ব্যয়
নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক সংঘাতে গত বছর থেকে দেশে ব্যাপক আকারে ডলার সংকট দেখা দিয়েছে। তাতে পর্যাপ্ত ডলার না থাকায় আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ থেকে খরচ করেছে সরকার। পাশাপাশি ডলারের ব্যয় কমাতে স্বল্প প্রয়োজনীয় পণ্য আমদানিতে লাগাম টেনেছে বাংলাদেশ ব্যাংক। এতে এলসি খোলার কড়াকড়ি শর্তারোপ হওয়ায় স্বাভাবিকভাবেই আমদানির হার কিছুটা কমেছে। কিন্তু আমদানি কমে এলেও আগের অর্থবছরের তুলনায় বেড়েছে ব্যয়।

গত ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম দিয়ে আসা পণ্য আমদানি আগের অর্থবছরের তুলনায় কমেছে ৩.৮৬ শতাংশ। একই সময়ে আমদানি ব্যয় বেড়েছে ১০.০৫ শতাংশ। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে পাওয়া এক সূত্রের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

দেশের বৃহৎ শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয় ৮.৮৫ কোটি মেট্রিক টন পণ্য। এসব পণ্যের আমদানি মূল্য ৪.৬২ লাখ কোটি টাকা। আগের ২০২১-২২ অর্থবছরে আমদানি হয়েছিলো ৯.২১ মেট্রিক টন পণ্য। এসব পণ্যের আমদানি মূল্য ৪,২০ লাখ কোটি টাকা।

এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৬১৬৩২.৬৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিলো ৫৯১৫৯.৮৩ কোটি টাকা। অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে ৪.১৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ব্যবসায়ী এবং বিশেষজ্ঞরা বলছেন, চলমান বৈশ্বিক বাণিজ্য মন্দা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যায়। ফলে আমদানির পরিমাণ কমে গেলেও বেড়েছে খরচ। খরচ বৃদ্ধির ফলে ব্যবসায়ীদের অতিরিক্ত শুল্কও পরিশোধ করতে হয়েছে। বাড়তি দাম এবং বেশি শুল্কের কারণে খুচরা বাজারে পণ্যের দামও বেড়ে যায়।

তারা বলছেন, ডলারের দামকে স্থানীয় মুদ্রায় রূপান্তরিত করার পর ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ার ফলে আমদানি পণ্যে খরচ বেড়ে যাচ্ছে।

একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, গত এক বছরেরও কম সময়ে আমদানিতে ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় পৌঁছেছে। এমনকি আমদানির ঋণপত্র (এলসি) খোলার জন্য ব্যাংকগুলোও প্রয়োজনীয় ডলারের সংকটে পড়েছে।

চট্টগ্রাম অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ডলারের উচ্চমূল্য ও বৈশ্বিক মূল্যবৃদ্ধি গত বছরের তুলনায় আমদানি পণ্যের দাম অনেক বেশি বাড়িয়ে তুলেছে।

এর ফলে পণ্য আমদানি কমলেও ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য আমদানি করতে হয়েছে। আমদানি ব্যয় এবং শুল্ক বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়।

পণ্য চালানের শুল্কায়ন কমেছে
অর্থবছরের শেষ মাস জুনে সবচেয়ে বেশি ৯.৩৭ শতাংশ আমদানি কমেছে। ২০২২-২৩ অর্থবছরের জুন মাসে আমদানি হয় ৬৫,৫৮,৬৯১ মেট্রিক টন।

সবচেয়ে বেশি রাজস্ব আদায় এমন ২০ ধরনের পণ্যের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে আমদানি বেড়েছে মাত্র চার ধরনের পণ্যে। এসব পণ্যের মধ্যে সিমেন্ট ক্লিংকার ৫ শতাংশ, ব্রোকেন অর ক্রাশড স্টোন ৭৭ শতাংশ, কয়লা ৪৫ শতাংশ এবং পাম অয়েল ৩৬ শতাংশ আমদানি বেড়েছে।

এই ২০ ধরনের পণ্যে আমদানি কমেছে ৫০ শতাংশ। আমদানি কমে গেলেও আমদানি ব্যয় বাড়ার কারণে কাস্টমস আগের অর্থবছরের তুলনায় ৪.১৮ শতাংশ রাজস্ব বেশি আদায় করতে পেরেছে।

এছাড়াও চট্টগ্রাম বন্দর দিয়ে আগের অর্থবছরের তুলনায় আরও ২০টি পণ্যের আমদানি কমে গেছে। এগুলোর মধ্যে রয়েছে জ্বালানী তেল, বৈদ্যুতিক কন্ডাক্টর, মোটরসাইকেলের যন্ত্রাংশ, রিকন্ডিশনড মোটরকার, টেক্সটাইল ফ্যাব্রিকস এবং ক্রুড ওয়েল।

এক বছরের ব্যবধানে ২০ ধরনের পণ্যে আমদানি কমে যাওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় কমে গেছে ৫,৫৫৮ কোটি টাকা।

এছাড়াও রাজস্ব আদায়ের দিক দিয়ে উল্লেখযোগ্য হারে আমদানি কমে যাওয়া পণ্যের মধ্যে সুপারির আমদানি কমেছে ৯৮ শতাংশ, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের বিভিন্ন পার্টসের আমদানি কমেছে ৯৯ শতাংশ, হাড়ছাড়া ফ্রোজেন বোভাইন মিটের আমদানি কমেছে ৯২ শতাংশ এবং ক্যালসিয়াম ক্লোরাইডের আমদানি কমেছে ৯৮ শতাংশ।

শেয়ার