Top

নুসরাতকে অনুরাগীর বিয়ের প্রস্তাব

২৭ জুলাই, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ
নুসরাতকে অনুরাগীর বিয়ের প্রস্তাব
বিনোদন ডেস্ক :

দেখুন কাণ্ড! অনুরাগীরা প্রিয় তারকার মন জিতে নিতে কত কিছুই না করেন; ফুল পাঠান, রক্ত দিয়ে চিঠি লেখেন। নানা উপহার তো থাকেই লিস্টে। তবে নুসরাত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক তিনি।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক বরং। সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। যার ক্যাপশনে তিনি লিখেছেন, জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো।

নুসরাতের এই পোস্ট দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেকেই পোস্টের নিচে তাকে উদ্দেশ্য করে লিখেছেন, হঠাৎ কী হল, কোন ব্যথার কথা বলছেন? তবে এসব মন্তব্যের বাইরে চোখ গেল এক অনুরাগীর মন্তব্যের ওপর। যেখানে তিনি সরাসরি নায়িকাকে প্রেম নিবেদন করলেন। তবে শুধু প্রেমই নয়, সেই সঙ্গে লিখেছেন, বিয়ে করবেন আমাকে?

যদিও বিয়ের প্রস্তাবে সাড়া দেননি নুসরাত। অর্থ্যাৎ তিনি ওই মন্তব্যে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। মূলত, এ ধরনের প্রস্তাব তাকে নিয়মিত পেতে হয়। তাই বিষয়টি তার কাছে স্বাভাবিক।

শেয়ার