সুনামগঞ্জ আদালত প্রাঙ্গনে নিউজ সংগ্রহকালে স্কুলছাত্রী রাজনা হত্যাকান্ডের আসামি সালমান কর্তৃক আরটিভির প্রতিনিধি শহীদনূর আহমেদকে প্রাণনাশের প্রতিবাদ ও রাজনা হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় গণমাধ্যম দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকরা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন হুমকিস্বরূপ। দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন তারা।
স্কুল ছাত্রী রাজনা হত্যার সাথে জড়িত সালমান মিয়া’র দৃষ্টান্ত শাস্তির পাশাপাশি সাংবাদিক শহীদ নূরকে হুমকির তদন্তের দাবি করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
এসময় বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়,শামস শামিম, সিনিয়র সাংবাদিক শামছুল কাদির মিসবাহ, সাজ্জাদ হোসেন, জয়ন্ত সেন, হাবিবুল্লাহ হেলালী, জাহাংগীর আলম,আব্দুল্লা আল মামুন, শংকর দত্ত প্রমুখ।