চলতি বছরের নভেম্বরে ব্রাজিলে গত বছরের একই সময়ের তুলনায় কফি রফতানি বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির কফি রফতানিকারকদের সংগঠন সিক্যাফে। খবর রয়টার্স।
বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় কফির মধ্যে রয়েছে ও অ্যারাবিকা। সিক্যাফে বলছে, নভেম্বরে ব্রাজিলের কৃষকরা ৪১ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) রোবস্তা কফি রফতানি করেছেন। রোবস্তার রফতানি বাড়লেও গত মাসে অ্যারাবিকা কফির রফতানি ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। নভেম্বরে ল্যাতিন আমেরিকার এ দেশ ৩২ লাখ ৪০ হাজার ব্যাগ অ্যারাবিকা কফি রফতানি করেছে।
অন্যদিকে নভেম্বরে রোবস্তা কফির রফতানি ২০২২ সালের একই মাসের তুলনায় ৬৭৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। সিক্যাফের প্রেসিডেন্ট মার্সিও ফেরেরা বলেছেন, ‘রোবস্তা কফির রফতানি বেড়ে যাওয়ার পেছনে বেশকিছু কারণ রয়েছে। এর মধ্যে উৎপাদন হার বৃদ্ধি, নতুন করে বীজ বপন ও গুণগত মানের উন্নতি অন্যতম।’
রোবস্তা কফির শীর্ষস্থানীয় রফতানিকারক ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় উৎপাদন কমায় ব্রাজিলীয় কফির চাহিদা বেড়েছে। ভিয়েতনামের কাস্টমস অফিস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত প্রথম ১১ মাসে ১৪ লাখ টন কফি রফতানি করেছে।
এনজে