নভেম্বরে বেড়েছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন। মাসটিতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে উৎপাদন প্রবৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বে মোট ১৭১ কোটি ৫১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৭১টি দেশ এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে।
পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া-ওশেনিয়া। নভেম্বরে অঞ্চলটি ১০ কোটি ৪৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। আর চলতি বছরের প্রথম ১০ মাসে অঞ্চলটির মোট উৎপাদন ১২৭ কোটি ১৪ লাখ টনে উন্নীত হয়েছে।
অন্যদিকে গত নভেম্বরে আফ্রিকার দেশগুলোয় উৎপাদন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। গত বছরের তুলনায় অঞ্চলটিতে গত মাসে উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অঞ্চল হিসেবে গত মাসে এটিই সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। নভেম্বরে ১৮ লাখ টনসহ চলতি বছরের প্রথম ১১ মাসে মোট ২ কোটি ১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে।
তবে মাসভিত্তিক হিসেবে গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে এশিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। অঞ্চলটির ২৭টি দেশে নভেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ছয় লাখ টন। মাসিক উৎপাদন প্রবৃদ্ধি এসেছে ৩ দশমিক ২ শতাংশ।
এনজে