Top

৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে সৌদির জ্বালানি তেল রফতানি

২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ
৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে সৌদির জ্বালানি তেল রফতানি

জয়েন্ট অর্গানাইজেশনস ডাটা ইনিশিয়েটিভের এক প্রতিবেদনে জানানো হয়েছে সৌদি আরব গত অক্টোবরে চার মাসের মধ্যে সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

বর্তমানে সৌদি আরব বিশ্বের শীর্ষ সৌদি অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক। অক্টোবরে দেশটির রফতানি আগের মাসের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। দৈনিক রফতানি দাঁড়িয়েছে ৬৩ লাখ ব্যারেলে। তবে ওই মাসে রফতানি দশমিক ৪ শতাংশ কমে দৈনিক ৮৯ লাখ ৪০ হাজার ব্যারেলে নেমেছে।

ওপেক ও সহযোগী দেশগুলো নভেম্বরে আবারো অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দৈনিক ২২ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর বিষয়ে একমত হয় জোটের দেশগুলো।

সৌদি আরব এশিয়ার ক্রেতাদের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের স্থানীয় গ্রেড আরব লাইট ক্রুডের দাম কমিয়েছে। জানুয়ারিতে সরবরাহযোগ্য জ্বালানি তেলের ক্ষেত্রে মূল্যহ্রাসের এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। সাত মাসের মধ্যে প্রথমবারের মতো এর দাম কমানো হলো।

সূত্র বলছে, জানুয়ারিতে এশিয়া অভিমুখী আরব লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য (ওএসপি) ডিসেম্বরের তুলনায় ৫০ সেন্ট কমিয়েছে সৌদি জ্বালানি জায়ান্ট আরামকো। সে হিসাবে অপরিশোধিত জ্বালানি তেলের ওমান ও দুবাই বাজার আদর্শের বিপরীতে আরব লাইট ক্রুডের ওএসপি নেমেছে ব্যারেলপ্রতি ৩ ডলার ৫০ সেন্টে। এর অর্থ হলো জানুয়ারিতে ওমান বা দুবাই ক্রুডের দাম যদি ব্যারেলপ্রতি ১০০ ডলার হয়, তবে এশিয়ার রিফাইনারিগুলোকে আরব লাইট ক্রুড কিনতে হবে ১০৩ ডলার ৫০ সেন্টে।

এনজে

শেয়ার