Top

মিয়ানমারে ব্যাপক আন্দোলনের প্রস্ততি

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১:২১ অপরাহ্ণ
মিয়ানমারে ব্যাপক আন্দোলনের প্রস্ততি

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ছড়িয়ে দিতে আন্দোলনকারীরা আরও ব্যাপক আকারে প্রতিবাদের পরিকল্পনা করেছে।

এমন পরিস্থিতিতে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১০টি দেশের জোট আসিয়ানের সদস্য ইন্দোনেশিয়া মিয়ানমারের সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সেনাশাসনের অবসান ও শান্তিতে নোবেলজয়ী নির্বাচিত নেতা অং সান সু চির মুক্তির দাবিতে হুমকি উপেক্ষা করে সোমবার মিয়ানমারজুড়ে সাধারণ ধর্মঘট হয়। ওই দিন দেশটির বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

পরের দিন বিক্ষোভ মিছিলে জমায়েত তুলনামূলকভাবে কম ছিল। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলে মায়ানগনে বুধবার বড় আকারে বিক্ষোভের পরিকল্পনা করেছে বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা।

শেয়ার