Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সর্বোচ্চ করদাতা ৫৪ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল এলটিইউ

২৪ জানুয়ারি, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
সর্বোচ্চ করদাতা ৫৪ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল এলটিইউ

২০২২-২০২৩ অর্থ বছরের সর্বোচ্চ করদাতা হিসাবে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

বুধবার (২৪ জানুয়ারি) এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সম্মাননা প্রদান করা হয়।

এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল বাহার সম্মাননা স্মারক তুলে দেন।

ক্যাটাগরি অনুযায়ী যেসব প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে

ক্যাটাগরি—ব্যাংকিং
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক, লিমিটেড ক্যাটাগরি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, দি সিটি ব্যাংক পিএলসি,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি,ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি,অগ্রণী ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি,ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি,শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি,এবি ব্যাংক পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসি।

অ-ব্যাংকিং আর্থিক
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড, ডিবিএইচ ফাইনান্স পিএলসি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

বীমা
আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সাধারণ বীমা করপোরেশন ক্যাটাগরি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

টেলিকমিউনিকেশন: গ্রামীণফোন লিমিটেড

সেবা: পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্মাননা পেয়েছেন।

প্রকৌশল: বি এস আর এম স্টিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল্‌ রি-রোলিং মিলস্ লিমিটেড ও র‍্যাংগস লিমিটেড।

খাদ্য ও আনুষঙ্গিক: নেসলে বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড ও নিউজিল্যান্ড ডেইরী প্রডাক্টস বাংলাদেশ লিমিটেড।

জ্বালানি: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন এন্ড ফোর্টিন লিমিটেড

স্পিনিং এন্ড টেক্সটাইল: স্কয়ার টেক্সটাইলস্ পিএলসি ও কোটস বাংলাদেশ লিমিটেড ক্যাটাগরি।

ওষুধ ও রসায়ন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যাটাগরি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরি: মিডিয়াস্টার লিমিটেড।

চামড়া শিল্প: বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

অন্যান্য ক্যাটাগরি: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

এছাড়া উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড ও বাংলাদেশ ব্যাংককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এএ

শেয়ার