Top

ঝিনাইদহে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

২৫ জানুয়ারি, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে ছইফল ইসলাম (৪০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে কুমার নদীর পাড় থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত ছইফল ইসলাম উপজেলার তৈলটুপি গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। গত ৩ মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় গ্রাম পুলিশে দেওয়া তথ্যমতে জানা যায়, গত ৩মাস ধরে নিখোঁজ ছিলেন ছইফল ইসলাম। পরে পুলিশ মনিরুল ইসলাম ও মজনু নামের দুইজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক কুমার নদীর পাড় থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নিহত ছইফল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবার থানায় জিডি করেন।

জিডির সূত্র ধরে কুষ্টিয়া সদর থানার আমিরুল ইসলামের ছেলে মনিরুল ও ইবি থানার আলচারা গ্রামের ইসলাম হোসেনের ছেলে মজনুকে জিজ্ঞেসাবাদ করে নিহত ছইফল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

বিএইচ

শেয়ার