Top

প্রাইভেটকার-সিএনজির মুখামুখি সংঘর্ষে নিহত ২

২৬ জানুয়ারি, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
প্রাইভেটকার-সিএনজির মুখামুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের চল্লিশা ঝাউসি এলাকায় প্রাইভেটকার এবং সিএনজির মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল হাকিম (৪০)। বাকিজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মনিরুল ইসলাম সনি জানান, দুইদিক থেকে আসা দুটি যাত্রীবাহী যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় সবাই এগিয়ে এসে উদ্ধার কাজ করেন। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, নিহত একজনের পরিচয় পেয়েছি। বাকিজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিএইচ

শেয়ার