Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

পোশাক খাতে বিনিয়োগ বাড়লেও রপ্তানি কমেছে প্রধান বাজারে

২৯ জানুয়ারি, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
পোশাক খাতে বিনিয়োগ বাড়লেও রপ্তানি কমেছে প্রধান বাজারে

মহামারি করোনার কারণে থমকে যায় বিশ্ব অর্থনীতি। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ফের থমকে যায় অর্থনীতি। বেড়ে যায় জ্বালানি ও গ্যাস-বিদ্যুতের দাম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে পড়ে দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশের নেতৃত্ব দেওয়া পোশাক খাত। দেখা দেয় বহুমুখী সংকট।

তবে বৈরী পরিবেশেও বিনিয়োগ আসে দেশে। গড়ে ওঠে কারখানা। গত দুই বছরে ছয় শতাধিক নতুন কারখানা গড়ে উঠেছে। যদিও নতুন বেতন কার্যকর, ক্রয়াদেশ কমে যাওয়ায় বন্ধও হয়েছে বেশকিছু কারখানা। তৈরি পোশাক শিল্প খাতের প্রধান কিছু বাজারে রপ্তানি কমে যাওয়ায় বাড়ছে উদ্বেগ।

দেশের তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। মোট রপ্তানি আয়ের প্রায় ২২ শতাংশ আসা এ বাজারে গত ১১ মাসে কমেছে ২৫ শতাংশ রপ্তানি। ইউরোপের বাজারেও রপ্তানি কমেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিতে সংকট দেখা দেবে- এমনটাই বলছেন উদ্যোক্তারা। যদিও এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় দেখছেন তারা।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সূত্রমতে, ২০২৩ সালে নতুন করে ২৬৪ কারখানায় বিনিয়োগ এসেছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৩৩০টি। তথ্য বলছে, গত দুই বছরের দেশে নতুন করে বিনিয়োগ এসেছে ৫৯৪টি কারখানায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত বছরে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৯ কোটি ডলার। যেটা ২০২২ সালে ৪ হাজার ৫৭১ কোটি ডলারে নামে। সে হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৬৮ কোটি ডলার বেশি পোশাক রপ্তানি হয়েছে।

এ ব্যাপারে তথ্য বলছে, মোট রপ্তানি আয়ের প্রায় ২০ থেকে ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর (১১ মাস) পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৭৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা ২০২২ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে ছিল ৯০৪ কোটি ডলার। সেই হিসাবে ১১ মাসে দেশটিতে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে ২৫ শতাংশ।

‘উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্ববাজার কিছুটা খারাপ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি হয়তো খুব বেশি দিন থাকবে না। বাংলাদেশসহ সব দেশে রপ্তানি কমছে। দেশে সবুজ কারখানা, আধুনিক প্রযুক্তি আর পোশাকের নতুন বাজার তৈরি হওয়ায় বাড়ছে বিনিয়োগ।’— বিজিএমইএ সভাপতি

চলতি (২০২৩-২৪) অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানি ১১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় এক দশমিক ২৪ শতাংশ কমেছে। ইইউর বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে এ সময়ে রপ্তানি ২০২২-২৩ জুলাই-ডিসেম্বরের তুলনায় ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ কমে ২ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কানাডায় পোশাক রপ্তানি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে ৭৪১ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশটিতে এক বছরের তুলনায় প্রবৃদ্ধি কমেছে ৪ দশমিক ১৬ শতাংশ।

এনজে

শেয়ার