Top
সর্বশেষ

বেনাপোলে ৭৬ হাজার ডলারসহ ভারত ফেরত নারী আটক

৩০ জানুয়ারি, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
বেনাপোলে ৭৬ হাজার ডলারসহ ভারত ফেরত নারী আটক

বেনাপোল কাস্টমসে ভারত ফেরত নাসরিন আক্তার নামের এক পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশি করে ৭৬ হাজার ডলার পাওয়ায় ডলারসহ উক্ত নারীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত ফেরত এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে- এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভিতর অবস্থান করে। ওই যাত্রী বেনাপোল ইমিগ্রেশন পার হবার চেষ্টাকালে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তি মোতাবেক তার বহনকৃত ব্যাগ থেকে ডলার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা।

তার পাসপোর্ট নং-A11322220। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

বিএইচ

শেয়ার