Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

৭৯ শতাংশ ক্রেতা পোশাকের দাম বাড়াননি

৩১ জানুয়ারি, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
৭৯ শতাংশ ক্রেতা পোশাকের দাম বাড়াননি

আন্দোলনের প্রেক্ষিতে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সরকার নভেম্বর মাসে ন্যূনতম মজুরির নতুন কাঠামো ঘোষণা দেয়। এই মজুরি বাস্তবায়নের জন্য ক্রেতারা তাঁদের পণ্যের মূল্য বাড়ানোর কথা বললেও ৭৯ শতাংশ ক্রেতা ও প্রতিষ্ঠান এ পর্যন্ত কোনো দাম বাড়ায়নি। গতকাল মঙ্গলবার তৈরি পোশাক খাতের ৬৬ জন উদ্যোক্তার মতামতের ভিত্তিতে এক জরিপ প্রতিবেদনে এমন তথ্য ওঠে আসে। রাজধানী ঢাকা ক্লাবে ফোরাম আয়োজিত ‘ফোরাম মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকরা এ তথ্য জানান।

এ জরিপের তথ্য তুলে ধরেন ফোরামের নেতা ও বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ। এ সময় ফোরামের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন ৯ মার্চ। প্রতিবারের মতো এবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল—ফোরাম ও সম্মিলিত পরিষদ।

মতবিনিময়সভায় ফোরাম নেতারা উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিদেশি ক্রেতাদের পোশাকের মূল্য বাড়ানোর দাবি জানান। তাঁরা বলেন, ভারত, চীনসহ অন্যান্য দেশে যেভাবে ক্রেতারা পোশাকের মূল্য বাড়িয়েছে সেই দৃষ্টিভঙ্গি বাংলাদেশেও অনুসরণ করার অনুরোধ করেন। ফয়সাল সামাদ জানান, তিনি বিজিএমইএ সভাপতি নির্বাচিত হলে পোশাকের মূল্য বাড়ানো, বিশেষ করে ‘প্রাইম মূল্য’ পাওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করবেন।

এনজে

শেয়ার