Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ডলার পাচার: আট ব্যাংকে অভিযান, রূপালী ছাড়া সাত ব্যাংক জড়িত

০৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ
ডলার পাচার: আট ব্যাংকে অভিযান, রূপালী ছাড়া সাত ব্যাংক জড়িত

বিমানবন্দরে ব্যাংকিং সেবা দেওয়া আটটি ব্যাংকের বুথে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ ফেব্রুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে ডলার পাচারে সংগঠিত চক্রের সন্ধান পাওয়া গেছে। অর্থপাচারের সঙ্গে জড়িত সাতটি ব্যাংক ও দুটি মানি এক্সচেঞ্জ। এর মাধ্যমে প্রতিদিন শত কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে ব্যাংকিং খাত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব।

ডলার পাচারের সাথে জড়িতে প্রতিষ্ঠানগুলো হলো- জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, যমুনা ব্যাংক এবং এভিয়া মানি এক্সচেঞ্জার ও ইমপেরিয়াল মানি এক্সচেঞ্জার। এ ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে রূপালী ব্যাংকের বুধেও অভিযার পরিচালতি হয়েছে। তবে এতে ব্যাংকটির কোন সম্পৃক্ততা পায়নি।

মো. মাহবুব হোসেন জানিয়েছেন, বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করছে একটি চক্র। পরে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করছে তারা। তাদের সঙ্গে জড়িত আছেন বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংকের অসাধু কর্মকর্তা।

তিনি বলেন, দেশে ফেরা প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স নিয়ে বিমানবন্দরে নামেন। ব্যাংকের টাকা দিয়ে তাদের কাছ থেকে তা কেনেন ব্যাংকাররা। কিন্তু সেটা ব্যাংকে জমা রাখেন না তারা। বিদেশে পাচার করে দেন। আবার অনেকে নিজেরাই বাজারজাত করেন। ফলে রাষ্ট্রীয় রিজার্ভে তা জমা হয় না। দেশ সেটা থেকে বঞ্চিত হয়। ফলে অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ওই দিন দুদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। দুদক সচিব বলেন, এসময় বিদেশি মুদ্রার কালোবাজারির সঙ্গে জড়িত ব্যাংক ও মানি এক্সচেঞ্জারদের সংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার প্রবাসী কর্মজীবী ও ভ্রমণকারী বিমানবন্দর হয়ে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে ব্যাংকের বুথ ও মানি এক্সচেঞ্জারে বৈদেশিক মুদ্রা টাকায় পরিবর্তন করেন তারা।

মাহবুব হোসেন বলেন, নিয়মানুযায়ী ‘ফরেন কারেন্সি এনকেশমেন্ট ভাউচার’ দিতে হয়। কিন্তু তা না দিয়ে প্রবাসী শ্রমিক ও ভ্রমণকারীদের কাছ থেকে সরাসরি বিদেশি মুদ্রা গ্রহণ করেন ব্যাংকার ও মানি এক্সচেঞ্জাররা। বিনিময়ে তাদের টাকা দিয়ে দেন তারা। অভিযানে বিমানবন্দরে অবৈধভাবে বৈদেশিক মুদ্রায় ক্রয়-বিক্রয় এবং মানি লন্ডারিংয়ে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, যমুনা ব্যাংক এবং এভিয়া মানি এক্সচেঞ্জার ও ইম্পিরিয়াল মানি এক্সচেঞ্জার জড়িত থাকার বিষয়ে প্রমাণ মেলে।

তিনি বলেন, এ অনিয়মে দৈনিক প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা থেকে ব্যাংকিং খাত বঞ্চিত হচ্ছে। অবৈধভাবে ক্রয় করা ডলার, ইউরো, রিয়াল, রিঙ্গিত, পাউন্ড, দিনার এবং অন্যান্য বিদেশি মুদ্রা সংগ্রহ করেন জড়িত ব্যক্তিরা। পরে কালোবাজারি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারকারীদের সরবরাহ করেন তারা।

শেয়ার