Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি প্রতিষ্ঠান আইটিএফসি

০৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি প্রতিষ্ঠান আইটিএফসি

জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি ) সচিবালয়ে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে সিওও এম নাজিম নুরদালি চুক্তিতে সই করেন। আর বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমরা অনেকদিন ধরেই আইডিবি জেদ্দার সহযোগিতা নিচ্ছি। এতদিন তাদের সহায়তা শুধুমাত্র তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এবার ৫০০ মিলিয়ন গ্যাস এবং বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে।

এ চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার