Top

৩ অতিরিক্ত সচিবের দফতর বদল

০৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

তিন অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক খালিদ আহম্মেদকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক মোঃ ইসরাত হোসেন খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই বিভাগে বদলি করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমানকে।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি

শেয়ার