Top
সর্বশেষ

কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সংগঠনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও কালব’র যশোর জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সেক্রেটারি আফসার উদ্দীন।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করাসহ মৃত সদস্যদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষকদের এ সংগঠনে বেশি সঞ্চয়কারী, ডিপিএস জমাদানকারী ও মেয়াদ আমানতকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সদস্যরা।

শেয়ার