ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করেছে।
আগামী মে মাসে প্রথম ধাপে নির্বাচন শুরু হবে এবং ৫ম ধাপে শেষ হবে বলে নির্বাচন সূত্রে জানা যায়। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ৯ টি উপজেলার বতর্মান-সাবেক-নতুন প্রার্থীরা লবিং শুরু করেছে।
এবারের উপজেলার নির্বাচন খুবই উৎসব মুখর হবে বলে জানা যায়। তার কারন হচ্ছে এবারের নির্বাচনে কোন দলীয় প্রতিক থাকবে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেয়ারম্যান প্রার্থী জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তিনি ঘোষণা দিয়েছেন এবারের উপজেলা নির্বাচনে কোন দলীয় প্রতিক থাকবে না। এই ঘোষণা শুনে অনেক ভালো ভালো লোকজন নির্বাচনে অংশ নিবেন। পুরানো ও নতুনদের একটা ভালো সুযোগ রয়েছে বলে ও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বিভিন্ন উপজেলার ভোটাররা জানান, প্রতিক ছাড়া নির্বাচন হবে এই ঘোষণায় আমরা খুশী। তারা আরো জানান, নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবো।