Top

বৈশ্বিক বাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪৬ পূর্বাহ্ণ
বৈশ্বিক বাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তোলন ও পরিশোধনগত সমস্যার কারণে বাড়তির দিকে ছিল তেলের দাম। তবে চলতি সপ্তাহে এ সংকটাবস্থা কেটে যাওয়ায় আবারো আন্তর্জাতিক পর্যায়ে পণ্যটির দাম কমেছে। খবর রয়টার্স।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ফিউচার মার্কেটে ব্যারেলে ৮২ সেন্ট কমেছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৩৭ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৭৪ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ১০ সেন্টে।

বিশ্বের শীর্ষস্থানীয় অয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা জানান, সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হুথি বিদ্রোহী ও রাশিয়ার শোধনাগারগুলোয় ইউক্রেনের হামলাসহ বিভিন্ন কারণে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে পণ্যটির সরবরাহ অনেকটাই কমেছে এবং দামও বাড়তে শুরু করে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এসব সমস্যার কোনো সমাধান হয়নি।’

অন্যদিকে লোহিত সাগরে পণ্য পরিবহন এখনো বাধাগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে  ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা জানায়, তারা চলতি সপ্তাহেও একটি কার্গো জাহাজে আক্রমণ চালিয়েছে। তাদের দাবি এটি যুক্তরাষ্ট্রের। তবে শিপিং ট্র্যাকারস বলছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি গ্রিক মালিকানাধীন।

প্রকাশিত অন্য খবরের তথ্যানুযায়ী, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন যে দেশটি প্রচুর জ্বালানি তেল উত্তোলনে সক্ষম। এর আগে জানুয়ারিতে দেয়া এক ঘোষণায় বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটি এর  দীর্ঘমেয়াদি প্রকল্প পেছানোর কথা জানিয়েছিল।

বিভিন্ন উদ্বেগের মধ্যেও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর খবর বাজারে কিছুটা হলেও স্বস্তি আনতে পেরেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, মার্কিন এনার্জি সংস্থাগুলো ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে সর্বোচ্চ পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। এটি উৎপাদন বাড়ার ইঙ্গিত দেয়। এর মধ্যে গত সপ্তাহে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক রেকর্ড ১ কোটি ৩৩ লাখ ব্যারেলে উঠে এসেছে।

এনজে

শেয়ার