Top

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার-৪

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার-৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়রি) ভোর পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া কালিবাড়ী গ্রামের মৃত কালু শেখের ছেলে মোঃ আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর টানবাজার রেলীবাগান এলাকার মোঃ আক্কাস মিয়ার ছেলে মোঃ অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা পূর্বপাড়া গ্রামের মোঃ ফজল শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২৬) ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত মাজেম আলী শেখে ছেলে মোঃ আব্দুল লতিফ শেখ (৫১)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার) পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। বিশেষ এ অভিযানে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে মঙ্গলবার ভোররাত ৩টা ২০ মিনিটে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় ট্রাকের পিছনের বডিতে বিশেষ কায়দায় রাখা ১৬০ কেজি (৪ মণ) গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃত আতিকুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৭ টি মাদক মামলাসহ ৮ টি ও আব্দুল লতিফ শেখের নামে ২ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে বলে ডিবি ওসি মোঃ জুলহাজ উদ্দীন জানিয়েছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার