Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

বিশ্ববাজারে দুই মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম

১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে দুই মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম

বৈশ্বিক বাজারে দাম কমে দুই মাসের সর্বনিম্নে অবস্থান করছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২ হাজার ডলারের নিচে। বাজার পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে সম্প্রতি মূল্যস্ফীতির হার আরো বেড়েছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে সুদহার কমানোর সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। এ কারণে বিনিয়োগকারীদের কাছে কমেছে মূল্যবান ধাতুটির চাহিদা। খবর রয়টার্স।

স্পট মার্কেটে বুধবার প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ১ হাজার ৯৯১ ডলার ৫০ সেন্টে। একদিনের ব্যবধানে দাম কমেছে প্রায় ১ দশমিক ৪ শতাংশ। এদিন ৪ ডিসেম্বরের পর সর্বনিম্ন দামে বেচাকেনা হয়েছে ধাতুটি।

এ বিষয়ে ওয়ান্ডার এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘‌যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পরই চাপের মুখে পড়ে স্বর্ণের বাজার। জানুয়ারিতে দেশটিতে পূর্বাভাসের চেয়েও বেশি বেড়েছে ভোক্তামূল্য। ফলে মার্কিন ফেডারেল রিজার্ভ প্রত্যাশিত সুদহার কমানোর ‍সিদ্ধান্ত বাস্তবায়নে আরো পিছিয়ে পড়তে পারে। এছাড়া সুদহার কমানোর পরিসরও ছোট হয়ে আসতে পারে।’

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম আউন্সপ্রতি দশমিক ১ শতাংশ বেড়ে ৮৭২ ডলার ৫৬ সেন্টে লেনদেন হয়েছে। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমে নেমেছে ৮৬২ ডলার ৩২ সেন্টে। রুপার বাজারদর দশমিক ৪ শতাংশ কমে স্থির হয়েছে ২১ ডলার ৯৯ সেন্টে।

এনজে

শেয়ার