Top

কমতির দিকে রুশ গমের রফতানি মূল্য

২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
কমতির দিকে রুশ গমের রফতানি মূল্য

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই টানা কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী প্রবণতায় রয়েছে রুশ গমের রফতানি মূল্য। সর্বশেষ গত সপ্তাহে দাম আরো এক দফা কমেছে। এর প্রধান কারণ শস্যটির রফতানিতে প্রবৃদ্ধি এবং বিশ্ববাজারে দাম কমে যাওয়া। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, গত সপ্তাহে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে মার্চে সরবরাহের জন্য প্রতি টন ১২ দশমিক ৫ শতাংশ প্রটিনসমৃদ্ধ রুশ গমের রফতানি মূল্য দাঁড়ায় ২১৯ ডলারে। আগের সপ্তাহের তুলনায় দাম কমেছে ৫ ডলার।

আরেক বাজার পরামর্শক সভেকন জানায়, গত সপ্তাহে রাশিয়া এফওবি চুক্তিতে প্রতি টন গম রফতানি করেছে ২১৮-২২৪ ডলারে। আগের সপ্তাহে রফতানি মূল্য ছিল ২২৪-২৩০ ডলার।

বিশ্লেষকরা চলতি বছরের জন্য রাশিয়ার গম উৎপাদন পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছেন। পাশাপাশি দেশটির শস্য রফতানি সাত কোটি টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে ইকার। এর মধ্যে গমই রফতানি হবে ৫ কোটি ২০ লাখ টন। সাম্প্রতিক মাসগুলোয় রাশিয়ায় গমের মজুদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। মজুদ কমিয়ে আনতে রফতানি কোটা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

সভেকন জানায়, রাশিয়া গত সপ্তাহে ১২ লাখ টন খাদ্যশস্য রফতানি করে, আগের সপ্তাহের তুলনায় যা ৮ লাখ ৬০ হাজার টন বেশি। এর মধ্যে গম রফতানির পরিমাণই ছিল ১১ লাখ ২০ হাজার টন, যা আগের সপ্তাহের তুলনায় ৭ লাখ ২০ হাজার টন বেশি।

পরামর্শক প্রতিষ্ঠানটি চলতি মাসের জন্য রাশিয়ার গম রফতানি পূর্বাভাস তিন লাখ টন বাড়িয়েছে। রফতানির পরিমাণ ধরা হয়েছে ৩৩ লাখ টন, গত বছরের একই সময় যা ছিল ৩০ লাখ টন।

এনজে

শেয়ার