Top

মানুষের হাতে এখন প্রয়োজনের চেয়ে বেশি টাকা: বাণিজ্য প্রতিমন্ত্রী

২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই। কাউকে না খেয়ে থাকতে হয় না। মানুষের হাতে এখন প্রয়োজনের চেয়ে বেশি টাকা আছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্যে অস্থিরতাঃ উত্তরণের উপায় বিষয়ে দৈনিক যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, দাম বাড়ুক বা কমুক, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখাই সরকারের লক্ষ্য। দেশে রিজার্ভ নেই এ কথা অস্বীকার করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সংকট না থাকলেও রিজার্ভ চাপে আছে।

অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সমন্বিত নজরদারি ও খবরদারি বাড়ানোর তাগিদ দেন। সেই সাথে দেশে খাদ্যশষ্যের প্রকৃত উৎপাদন, চাহিদা ও মজুদের তথ্য উপাত্তে গরমিল দূর করার পরামর্শ দেন।

এম জি

শেয়ার