Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

বিশ্ববাজারে তুলার দাম বেড়েছে ১৫ শতাংশেরও বেশি

০২ মার্চ, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে তুলার দাম বেড়েছে ১৫ শতাংশেরও বেশি

বৈশ্বিক বাজারে তুলার চাহিদা বাড়লেও সরবরাহ সংকোচনের মুখে। ফলে বছরজুড়ে পোশাক উৎপাদন খাতের কাঁচামালটির দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তুলার বৈশ্বিক দাম বেড়েছে ১৫ শতাংশেরও বেশি। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

বর্তমানে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ তুলা রফতানিকারক। ২০২২-২৩ মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) সেখানে পণ্যটির রফতানি রেকর্ড সর্বনিম্নে নেমে গিয়েছিল। রফতানির পরিমাণ ছিল ১৫ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ১৭০ কেজি)। তুলার বৈশ্বিক দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে চলতি মৌসুমে রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) বর্তমানে দেড় বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে তুলা। ভবিষ্যতে দাম আরো বাড়ার সম্ভাবনায় বিনিয়োগকারীরা তুলার সরবরাহ চুক্তির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। উদ্দেশ্য বাজার থেকে বাড়তি লাভ তুলে নেয়া। বিষয়টি সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে প্রধান প্রভাবকের কাজ করেছে। পাশাপাশি পণ্যটির বলিষ্ঠ চাহিদাও মূল্যবৃদ্ধিতে সহায়তা করছে।

আইসিইতে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলা লেনদেন হচ্ছে ৯৪ দশমিক ৪২ সেন্টে। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) একই সরবরাহ চুক্তিতে প্রতি ক্যান্ডির (প্রতি ক্যান্ডিতে ৩৫৬ কেজি) মূল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ১৫০ রুপিতে। দেশটির সংকর-৬ জাতের রফতানি বাজার আদর্শ তুলা প্রতি ক্যান্ডি বেচাকেনা হচ্ছে ৫৭ হাজার ৯০০ রুপিতে।

ভারতীয় ব্যবসায়ীরা জানান, আগামী দিনগুলোয় তুলার দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে পোশাক খাতের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। ফিচ সলিউশনের গবেষণা ইউনিট বিএমআইয়ের পূর্বাভাস অনুযায়ী, যেসব চুক্তির অধীনে দুই মাস পর তুলা সরবরাহ করা হয়, এ বছর সেসব চুক্তির গড় দাম পাউন্ডপ্রতি ৮৮ সেন্টে অবস্থান করবে, গত বছর যা ছিল ৮৩ দশমিক ৩ সেন্টে।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, চলতি বছর তুলার বৈশ্বিক উৎপাদন আগের বছরের তুলনায় তিন লাখ বেল কমে যেতে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১১ কোটি ২৮ লাখ বেলে। মূলত অস্ট্রেলিয়া ও বেনিনে বিপর্যস্ত উৎপাদন বড় প্রভাব ফেলবে বৈশ্বিক উৎপাদনে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, এ বছর তুলার বৈশ্বিক ব্যবহার দাঁড়াতে পারে ১১ কোটি ২৫ লাখ বেলে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য ৪ কোটি ২৯ লাখ ও সমাপনী মজুদ দাঁড়াবে ৮ কোটি ৩৭ বেলে। ইউএসডিএ জানায়, চলতি মৌসুমে ভারত, চীন, পাকিস্তান ও তুরস্কের তুলা আমদানি কমে যেতে পারে। অন্যদিকে ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া থেকে রফতানিও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এনজে

শেয়ার