Top

পাকিস্তানে বৃষ্টি-তুষারপাতে ২৯ জনের মৃত্যু

০৩ মার্চ, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানে বৃষ্টি-তুষারপাতে ২৯ জনের মৃত্যু

পাকিস্তানে গত কয়েকদিনের বৃষ্টি ও তুষারপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়াতে। নিহতদের মধ্যে ১৬ জনই শিশু।

রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। বৃষ্টি ও তুষারে শুধুমাত্র খাইবার পাখতুনখাওয়াতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। যার মধ্যে শিশ ১৪ জন। এছাড়া বিভিন্নভাবে আহত হয়েছেন আরও ৩৪ জন।

প্রাদেশিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো খুলে দেওয়ার কাজ চলছে। তবে তুষারপাতের কারণে এই কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পিডিএমএ সতর্কতা দিয়ে বলেছে, এই বৃষ্টি ও তুষারপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এতে করে খাইবার পাখতুনখাওয়ার পাহাড়গুলো ভারী তুষারে ঢাকা পড়বে।

ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় ভূমিধস হয়েছে। এতে করে অনেক মানুষ তাদের বাড়ি-ঘরের নিচে আটকা পড়েছেন। আটকেপড়া এসব মানুষকে উদ্ধারে এখন উদ্ধার অভিযান চলছে। এছাড়া বৃষ্টি ও তুষারপাতের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। এতে করে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন দুর্গম ও পাহাড়ি অঞ্চলের মানুষ। আশঙ্কা করা হচ্ছে, মহাসড়কগুলোও বৃষ্টি ও তুষারে বন্ধ হয়ে যেতে পারে। আর এটি হলে বড় বিপর্যয়ের মুখে পড়বেন সেসব অঞ্চলের মানুষ।

বিএইচ

শেয়ার