Top
সর্বশেষ

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

০৫ মার্চ, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(৫ মার্চ) ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ হয়েছে।

 

শেয়ার