Top
সর্বশেষ

কেশবপুরে ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে প্রবাসী আবু সাঈদ

০৬ মার্চ, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
কেশবপুরে ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে প্রবাসী আবু সাঈদ
কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অরিত্র দীপ (৪) নামে একজন শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাঈদ। বুধবার বিকেলে তার পক্ষে ওই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রবাসী আবু সাঈদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।

জানা গেছে, কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামের দিনমজুর অচিন্ত কুমার দাসের শিশু ছেলে অরিত্র দীপ দুই মাস আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর বাবা একপ্রকার নিঃস্ব হয়ে গেছে। খবর পেয়ে প্রবাসী আবু সাঈদ ওই শিশুর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। তার পক্ষে ওই পরিবারের নিকট আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, যুবলীগ নেতা আব্দুল গফুর মোড়ল, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, মহি উদ্দীন মাস্টার প্রমুখ।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অরিত্র দীপের মা কনিকা দাস। মোবাইল নাম্বার: ০১৭৩৪-০৯০০২০।

শেয়ার