Top
সর্বশেষ

কেশবপুর এমপি আজিজুল ইসলামকে সংবর্ধনা দিলো খেলাঘর

০৮ মার্চ, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
কেশবপুর এমপি আজিজুল ইসলামকে সংবর্ধনা দিলো খেলাঘর
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলামকে খেলাঘর আসর উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ৮মার্চ ) কেশবপুর পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে খেলাঘর আসর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মানব মন্ডলের সঞ্চালনায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা খেলাঘর আসরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিদ বড় ভাই, প্রধান অতিথির বক্তব্য দেন ৯০ যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, সভাপতির বক্তব্য দেন সৈয়দ আকমল আলী।

এসময় উপস্থিত ছিলেন লেখক প্রভাষক তাপস মজুমদার,গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সমাজ সেবক নজরুল ইসলাম, রবিউল আলম, সাংবাদিক অলিয়ার রহমান, সাংবাদিক সোহেল পারভেজ, মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বিশ্বাস,আখতারুজ্জামান,পার্থ সারথি সরকার, ইউনুস আলী গোলদারসহ উপজেলার বিভিন্ন খেলাঘর শাখা আসরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শেয়ার