Top
সর্বশেষ

সড়ক বিভাগের গাড়ি থেকে মাদকসহ আটক ৩

০৯ মার্চ, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
সড়ক বিভাগের গাড়ি থেকে মাদকসহ আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে সড়ক বিভাগের যুগ্মসচিবের একটি সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬ এই ঘটনায় তিন জনকে আটক করা হয়ছে।

শনিবার (৯ মার্চ) ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে অভিযান পরিচালনাকালে এসব মাদক উদ্ধার করা হয়। গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সরকারি দফতরের গাড়িতে ফেনসিডিল বহন করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে মধুপুর বাজার এলাকায় ঢাকা মেট্রো ঘ ১৫-৭৭২৪ নম্বরের কালো রঙের পাজেরো গাড়িটি থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে গাড়িটি সড়ক ও জনপদ বিভাগের, যা সরকারি কাজে ব্যবহার করা হতো। তবে তাদের নাম পরিচয় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার