Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মারজান

১০ মার্চ, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মারজান
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলায় মারজান আক্তার (২৪) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক দুই মেয়ে ও এক ছেলে। তাদের নাম রাখা হয়েছে- ইয়াশ, আয়েশা ও তানিশা।

শনিবার (৯ মার্চ) সকালে জেলা শহরের আমেরিকান স্পেশালাইজড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।

গৃহবধূ মারজান আক্তার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মাছুমপুর গ্রামের আবদুস সাত্তারের বাড়ির আবু বকর ছিদ্দিক পিয়াসের স্ত্রী।

প্রসূতি মা শিল্পী বেগম বলেন, আমার মেয়ের প্রথম সন্তান ওসমান গনি দেড় বছরের মাথায় পানিতে পড়ে মারা গেছে। তারপর আজ মেয়ের এক সাথে তিন সন্তানের জন্ম হয়েছে। আমরা খুব খুশী। তাদের জন্য দোয়া চাই।

সন্তানদের বাবা আবু বকর ছিদ্দিক পিয়াস বলেন, আমাদের একসাথে তিন সন্তান হবে তা আমরাও জানতাম না। আলহামদুলিল্লাহ আমি ও আমার স্ত্রী অনেক খুশী হয়েছি। তাদের নাম রেখেছি ইয়াশ, আয়েশা ও তানিশা। এক সন্তান হারানোর শোকে আল্লাহ আমাদের তিন সন্তান দিয়েছেন। আমি দিনমজুর। একটা ভাতের হোটেল আছে আমাদের। সন্তানগুলোর খরচ নিয়ে কিছুটা হিমশিম খাবো। তারপরও সবার কাছে দোয়া চাই।

আমেরিকান স্পেশালাইজড হসপিটালে ব্যবস্থাপক কঙ্কন পাঠক বলেন, গতকাল রাত ৩ টার দিকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন প্রসূতি মারজান আক্তার। তখনই হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়ার অধীনে ভর্তি করা হয়। সকালে অস্ত্রপচারের মাধ্যমে মারজান আক্তার তিন সন্তানের জন্ম দেন।

তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়া। তিনি বলেন, এত সকালে সুন্দর ত্রিপল বেবী দেখে মনটা খুশী হলো। যদিও মায়ের ওজন ১০৫ কেজি এর মধ্য উঁচ্চ রক্তচাপ ছিলো সব মিলে সুস্থ ভাবে মা বেবীদের সেভ করতে পেরেছি। নবজাতকদের ওজনও ভালো। একসঙ্গে তিনটি বাচ্চা জন্মগ্রহণ অস্বাভাবিক নয়। চিকিৎসক হিসেবে আমিও আনন্দিত।

শেয়ার