Top
সর্বশেষ

ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

১০ মার্চ, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামছুল মোল্লা (৫৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গত ৩ মার্চ বিকেলে বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় সামছুল মোল্লা। এরপর তাকে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই অভিযুক্তকে আটক করা হয়।

তিনি আরও বলেন, রোববার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার