Top
সর্বশেষ

কেশবপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

১০ মার্চ, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
কেশবপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে রোববার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্ল্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন, কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল।

শেয়ার