Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ, যুবকের কারাদণ্ড

১১ মার্চ, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ, যুবকের কারাদণ্ড

চলমান এসএসসি পরীক্ষার চলাকালে কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী পৌর এলাকার ‘সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়’ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিজয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিলো। দুপুর ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনের জন্য সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া। এসময় কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে ঘুরোঘুরি করা অবস্থায় সাইফুল নামের ওই যুবককে আটক করা হয়। পরে তার হাতে থাকা মোবাইল ফোনে হিসাব বিজ্ঞানের উত্তর পত্র পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার এক আত্মীয়কে জানালা দিয়ে নকল সরবরাহ করার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবক স্বীকার করেছে তার এলাকার এক বড় ভাই থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে সে সরবরাহ করতে এসেছে। কারাদণ্ড প্রদানের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার