Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কারেন্ট জালের উৎসমূল নির্মূল করেতে হবে: আব্দুর রহমান

১১ মার্চ, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
কারেন্ট জালের উৎসমূল নির্মূল করেতে হবে: আব্দুর রহমান
চাঁদপুর প্রতিনিধি :

মৎস্য ও প্রাণী-সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বলেছন, কারেন্ট জাল উৎপাদন হয় বলেই জেলেরা তা ব্যবহারের সুযোগ পায়। তাই কারেন্ট জালের উৎসমূল নির্মুল করতে হবে। কারেন্ট জাল উৎপাদনের খোয়ারগুলোকে ভেঙ্গে চুড়ে চুরমার করে দিতে হবে।

১১মার্চ সোমবার দুপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, চাঁদপুরে আজ জাটকা সংরক্ষণ সপ্তাহের এই অনুষ্ঠানে কারেন্ট জাল উৎপাদন বন্ধের দাবী উঠেছে। কোন না কোন ছিদ্রকে কাজে লাগিয়ে আমাদের দেশে ইলিশ সম্পদ বিনষ্টকারী কারেন্ট জাল উৎপাদন হচ্ছে। তাই ইলিশ সম্পদ রক্ষায় সবার আগে কারেন্ট জালের খোয়ারগুলোকে ভেঙ্গে চুড়ে চুরমার করে দিতে হবে। আর প্রশাসনকে উদযোগ নিতে হবে। আমরা যদি কারেন্ট জালের উৎসমূল যদি বন্ধ করতে পারি, তবে জেলেদের আর এই জাল ব্যবহারের কোন ছিদ্র থাকবে না। যেই ছিদ্র দিয়ে জেলেরা কানেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলি নিধন করছে।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের এই অনুষ্ঠান মুলত একটি সচেতনতামূলক সামাজিক কেম্পেই। যার মূল লক্ষ্যই হলে মানুষকে জাগ্রত করা। শুধুমাত্র প্রশাসন দিয়ে জাটকা নিধন বন্ধ করা যাবে না। মানুষকে জাগ্রত করতে হবে। এটি যদি আমরা করতে পারি, তাহলে এই ভরাযৌবনের চাঁদপুর আবারো ইলিশের যৌবনে ভরে যাবে। যা স্মার্ট- বাংলাদেশ গড়বার বড় ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

মৎস্য ও প্রাণী-সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোহাৎ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এমপি, মৎস্য ও প্রাণী-সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ.ম রেজাউল করিম এমপি, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপা মোহাম্মদ সাইফুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক সৈয়দ মো. আলমগীর প্রমুখ।

শেয়ার