Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

রোজা শুরুর আগেই চট্টগ্রামে পণ্যের দাম লাগামহীন

১১ মার্চ, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
রোজা শুরুর আগেই চট্টগ্রামে পণ্যের দাম লাগামহীন
দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা স্বল্প ও সীমিত আয়ের মানুষ। রমজান শুরুর আগেই চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম যেনো আকাশ চুম্বি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান।

সবাইকে খুশি করতে ”মজুত পর্যাপ্ত, বাড়বে না দাম” এমন মুখস্থ বুলি আওড়ান ব্যবসায়ীরা। কোনো রোজাতেই ব্যবসায়ীদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পান না ভোক্তা। এবারও রমজান ঘিরে একই পথের পথিক ব্যবসায়ীরা।

সোমবার (১১ মার্চ) চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। নগরীর বড় বাজার থেকে শুরু করে সব জায়গায় যেনো দাম বৃদ্ধি প্রতিযোগিতা শুরু হয়েছে।

বাজারগুলোতে দেখা যায় ইফতার আয়োজনের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচের দামে লেগেছে আগুন। অনেক গ্রাহক আগেভাগেই এসব পণ্য বেশি পরিমাণে কিনে মজুদ করছেন। যার প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর।

খুচরা বিক্রেতারা প্রতি কেজি বেগুন বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকায়। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছে ৬০ টাকায় বিক্রি হয়েছে।

এক সপ্তাহ আগে আড়তে যে লেবু ৫-৭ টাকা বিক্রি হয়েছিল তা এখন ১২-১৩ টাকা। দাম বাড়লো প্রায় দ্বিগুণ। সোমবার (১১ মার্চ) সকালে নগরীর স্টেশন রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে।

মেম্বার বাণিজ্যালয়ের বিক্রেতা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘খাগড়াছড়ি, বান্দরবানের বাগান থেকে বেশি দামে লেবু কিনতে হয়েছে। পাইকারিতে প্রতি শ লেবুতে ২শ টাকা বেড়েছে।’

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘আড়তে মূল্য তালিকা নেই। একেক সময় একেক দামে বিক্রি করে ওরা। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

প্রতি কেজি শসা ১শ থেকে ১২০ টাকায়, ক্ষিরা ৭০ থেকে ৮০ টাকায়, কাঁচামরিচ ১শ থেকে ১২০ টাকায়, আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ১৬৯ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ছোলা বিক্রি ১১০ টাকায়, মশুর ডাল ১৪০ টাকা, চিড়া প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকা এবং মানভেদে খেজুর ২৯০ টাকা থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন ও আদা দামও বাড়তি। বাজারে সিদ্ধ চাল ৫৫ টাকা, আতপ চাল মানভেদে ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের বাজারেও একই চিত্র। ব্রয়লার মুরগি ২শ টাকা, গরুর মাংস ৭৫০টা থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে মাছ ২২০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা এবং রুই মাছ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে ।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন বলেন, রমজান মাস আসলে প্রতিবছর যে কোন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাই। সেটা আমরা কিনলেও দাম বাড়ছে সেটা না কিনলেও দাম বাড়ছে।

পর্যাপ্ত পণ্য আমদানি হওয়ার পরও দাম বাড়ার কোনো কারণ নেই। অনেক গ্রাহক আগেভাগেই এসব পণ্য বেশি পরিমাণে কিনে মজুদ করছেন। যার প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর।

শেয়ার