Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে জমে উঠেছে ইফতার বাজার

১৫ মার্চ, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামে জমে উঠেছে ইফতার বাজার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে নগরীতে পবিত্র মাহে রমজানে জমে উঠেছে ইফতারের বাজার। অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত, সর্বত্র বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা।

নগরীতে দোকানগুলোয় বিভিন্ন মুখোরোচক খাবারের পদে পরিপূর্ণ হয়ে উঠে। বিকেল গড়াতেই শুরু হয় বেচাকেনা। নগরীর চকবাজার, কাজীর দেউড়ি, মুরাদপুর, জিইসি, বহদ্দারহাট, নিউমার্কেট, আগ্রবাদ, অক্সিজেনসহ বিভিন্ন এলাকার রেস্টুরেন্টে প্রতিদিনেই মানুষের ভিড়।

দেখা যায়, জিইসি মোড়ের সামনে যেন পা ফেলার জায়গা নেই। ক্রেতা-বিক্রেতার হই-হুল্লোড়ে মুখরিত পুরো ইফতার বাজার। চলছে বেচাকেনাও।

এখানকার অস্থায়ী দোকানগুলোতে বিক্রি হচ্ছে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কাসহ প্রায় ১০-১৫ ধরনের কাবার। কাবাবের পাশাপাশি বিক্রি হচ্ছে ডিম চপ, পিয়াজু, চুলা, কাবাবসহ বিভিন্ন ইফতার সামগ্রী। মিষ্টির মধ্যে বিক্রি হচ্ছে শাহী জিলাপি, মিষ্টি, দইসহ নানা কিছু।

নগরীর হান্ডি রেস্টুরেন্টে হালিম কিনতে আসা গরিবুল্লাহ হাউজিং সোসাইটির বাসিন্দা আলি আব্বাস বলেন, ‘এখানে প্রতি বছর তিন ধরনের হালিম পাওয়া যায়। ওরা যেটা করে আলাদা করে বিফ, চিকেন ও মাটন হালিম তৈরি করে। অবস্থা এমন হয়েছে যে এখন হালিম ছাড়া ইফতার, এটা কল্পনাই করা যায় না।’

হান্ডি রেস্টুরেন্টের ব্যবস্থাপক মাজহারুল হক বলেন, ‘প্রতি রমজানে আমাদের দৈনিক একশ কেজির বেশি হালিম বিক্রি হয়। হালিমের মধ্যে চিকেন, বিফ ও মাটন তিনটাই আছে। তিনটার দামও এক, প্রতি কেজি ৬৮০ টাকা।’

চট্টগ্রামের বিখ্যাত হালিম ও জিলাপির জন্য প্রসিদ্ধ এনায়েত বাজারের ঐতিহ্যবাহী রয়েল বাংলা সুইট হাউস। এ দুই পদের বিক্রিও এখানে চোখে পড়ার মত।

রয়েল বাংলা সুইটসের স্বত্বাধিকারী মো. আলী বলেন, গমসহ বিভিন্ন উপকরণ ধাপে ধাপে ১৫ ঘণ্টা জ্বাল দিয়ে তৈরি করা হয় হালিম। এটা হালিমের আদি রন্ধনপ্রণালি। যা ৬০ বছর ধরে আমরাই অনুসরণ করি। আমার বাবা মইজ আহমেদ আলী চিকন জিলাপি চালু করেছেন এ দেশে। জার্মানির ফুড কালার ব্যবহার করি জিলাপিতে।

জিইসি মোড়ের অভিজাত ওয়েল পার্কে আয়োজন করা হয়েছে নানা রকমের অফার। এছাড়া নগরীর অপরাপর অভিজাত হোটেল রেস্তোরাঁয় চলছে ইফতারির নানা আকর্ষণীয় প্যাকেজ।

পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ, হাইওয়ে সুইটস, মেরিডিয়ান, কেন্ডি, ঐতিহ্য, রস, সিজল, হ্যানিম্যাক্সে থাকছে এসব প্যাকেজ।

জিইসি মোড়ের হ্যানিম্যাক্সে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়। জিলাপি বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২শ টাকায়। চিকেন ও মাটন হালিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০ টাকা থেকে ৫শ টাকা দরে। সবজি রোল প্রতি পিস ১৫-২০ টাকা, পেঁয়াজু প্রতি পিস ৫ টাকা, বেগুনি ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ইফতারির সব সময়ের অনুসঙ্গ খেজুর মানভেদে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০-৩৫০ টাকা পর্যন্ত।

চকবাজারে নিয়মিত হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি বসেছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকানও।

সেসব দোকানে ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, দই বড়া, ডাবলির ঘুঘনি, মিষ্টি, শাহী হালিম, গরু-মুরগি-খাসির হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসের চপের পাশাপাশি অনেকে তাদের নিজস্ব বিশেষ আয়োজন নিয়ে বসেছেন।

এসকে

শেয়ার