Top

সিরাজগঞ্জে ৫ টাকায় মিলছে ২ কেজি বেগুন

১৬ মার্চ, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৫ টাকায় মিলছে ২ কেজি বেগুন

চাহিদা কমে যাওয়ায় সিরাজগঞ্জে অস্বাভাবিকভাবে কমেছে বেগুনের দাম। শহরের বিভিন্ন বাজারে এখন ৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। আর গ্রামের কোনো হাট-বাজারে এ সবজি মিলছে আরও কম দামে। সেখানে ২ কেজি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়।

শুক্রবার (১৫ মার্চ) জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ শহরের আড়তে বেগুন বিক্রি হয় ১০ টাকা কেজিতে। সেই বেগুন ১৫ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তবে বাজারে বেগুনের চাহিদা কমে যাওয়ায় কমে গেছে দাম। একই চিত্র দেখা গেছে জেলার শমেসপুর, শিয়ালকোল, কামারখন্দ, বলরামপুর, পিপুলবাড়িয়া, বাঘবাটি, বহুলিসহ বিভিন্ন হাটে।

সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া হাটে বাজার করতে আসা আব্দুল হামিদ জানান, শুক্রবার (১৫ মার্চ) হাটে প্রথমে বেগুন ১০ টাকা থেকে ৫ টাকা কেজিতে বিক্রি হলেও সন্ধ্যায় ৫ টাকায় ২ কেজি বেগুন বিক্রি করতে দেখা যায়। এ দামেও বিক্রি না করতে পারায় অনেককে আবার বেঁচে যাওয়া বেগুন বাড়িতে ফেরত নিয়ে যেতেও দেখা গেছে।

বনবাড়িয়া হাটে বেগুন বিক্রেতা শহিদুল ইসলাম জানান, হাটে ৪ মণ বেগুন নিয়ে এসেছিলাম। প্রথম ১০ টাকা কেজিতে বিক্রি করলেও ক্রেতা না থাকায় ৫ টাকা কেজিতে বিক্রি করেছি। সন্ধ্যায় ৫ টাকায় ২ কেজি বিক্রি করেও শেষ করতে পারিনি। বাকি বেগুন বাড়িতে নিয়ে যাচ্ছি।

বিএইচ

শেয়ার