Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফরিদগঞ্জে ইফতার নিয়ে ছুটছেন একদল যুবক

১৬ মার্চ, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ইফতার নিয়ে ছুটছেন একদল যুবক
চাঁদপুর প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দরিদ্র-অসহায় ব্যক্তি, মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং পথচারী জন্য ইফতার নিয়ে ছুটছেন একদল শিক্ষিত যুবক।

ইফতারের ঠিক আগ মুহূর্ত তারা বাড়িতে রান্না করা ইফতার পৌঁছে দিচ্ছেন রোজাদার এসব মানুষদের মাঝে। তাদের এ মানবিক কার্যক্রম চলবে রমজানের পুরো মাসব্যাপী।

খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী দরিদ্র-অসহায় ব্যক্তি, মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং পথচারী জন্য ইফতারের উদ্যোগ নেন ফরিদগঞ্জ উপজেলার ৪ উদ্যোক্তা।

তারা হলেন সৌদিআরব প্রবাসী কফিল উদ্দিন মৃর্ধা, ব্যবসায়ী আনোয়ার হোসেন সজিব, ইউনিভার্সিটি শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং আরেক সৌদিআরব প্রবাসী সোহেল হোসেন।

তাদের মাস ব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবি হিসেবে সহযোগিতা করছেন ১০জন পরিশ্রমী তরুণ যুবক। তারা হলেন, বিল্লাল, শেখ ফরিদ, সাব্বির, হাসান রাব্বি, সাহেদ, সাগর, শাহাদত ও আল আমিন।

প্রতিদিন তারা ১থেকে ২ শাতাধিক রোজাদারকে ইফকারি করাচ্ছেন। ১৫ মার্চ শুক্রবার ফরিদগঞ্জ বাজার সংলগ্ন চতুরা এলাকারর একটি মাদ্রাসা ৬০জন শিক্ষার্থী গৃদকালিন্দিয়া এলাকার এতিমখানায় ৫০ শিক্ষার্থী, এবং ৯০ জন রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ বিষয়ে উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান জানান, মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর মত আনন্দ পৃথিবীতে আরও কোন কিছুতে নেই। মাহান সন্তুষ্টি অর্জন এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্যেই আমাদের এ উদ্যোগ। আমরা ধারাবাহিকভাবে ফরিদগঞ্জের ভিবিন্ন এলাকায় এ মাসব্যাপী কার্যক্রম চলমান।

এসকে

শেয়ার