Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

১৮ মার্চ, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (১৭ মার্চ) রাত ৯ টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী সংলগ্ন জুট মিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আহম্মদ নগদ এলাকার মোস্তফা কামাল ছেলে মো. আরিফ হোসেন (৩০), হাজীগঞ্জের কবির হোসেনের ছেলে মো. সাগর (২৪), ছাগলনাইয়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. সুমন, জৈশইপুর এলাকার মৃত মো. সুলতানের ছেলে মো. কামরিল (২৪)।

সোমবার র‌্যাব-৭ জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধাড়ালো অস্ত্রশস্ত্রে নিয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, আসামিদের দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধারসহ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামিগণ ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বায়েজিদ বোস্তামীর আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।

তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ৯টি মামলার তথ্য পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসকে

শেয়ার