Top

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আজিজ মল্লিক মারা গেছেন

২০ মার্চ, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আজিজ মল্লিক মারা গেছেন

বিশিষ্ট রাজনীতিবিদ ও শরীয়তপুরের সমাজকর্মী আজিজুল হক মল্লিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে গত পাঁচ-ছয় দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন।

মৃত্যুকালে আজিজ মল্লিক স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মী রেখে গিয়েছেন।

তাঁর বড় ছেলে মইনুল হক মঞ্জু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কমিশনার। তার বাকি ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে থাকেন। এবং বোন হোসনে আরা বেগম মোহাম্মদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ।

আজিজ মল্লিক ঢাকার গোলাপবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এছাড়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন তিনি।

বুধবার (২০ মার্চ) বাদ আছর মনুয়া ঈদগাহ ময়দানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম গভীর শোক প্রকাশ করেছেন।

বিএইচ

শেয়ার