Top
সর্বশেষ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

২২ মার্চ, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোর প্রতিনিধি :

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুলকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

নিহত শিমুলের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিমুল বাড়ির পথে ফিরছিলেন। এমন সময় জনৈক তরিকুলের বাড়ির সামনে শিমুলকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আমরা দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসব।

এসকে

শেয়ার