সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৮ বারে ২১ লাখ ৬৯ হাজার ৪১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উসমানিয়া গ্লাস শিটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫ বারে ২১ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৯৯ বারে ১ লাখ ৫৯ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে রয়েছে –ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।
এসকেএস