Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

অপচনশীল প্লাস্টিক বর্জ্যকে অর্থে রূপান্তর করছে রাউজান পৌরসভা

২৫ মার্চ, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
অপচনশীল প্লাস্টিক বর্জ্যকে অর্থে রূপান্তর করছে রাউজান পৌরসভা
চট্টগ্রাম প্রতিনিধি :

অপচনশীল আবর্জনাকে অর্থে রূপান্তর করছে চট্টগ্রামের রাউজান পৌরসভা। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠা করা প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্পে অপচনশীল আবর্জনা থেকে প্রক্রিয়াজাতকৃত কাঁচামাল বিক্রি শুরু হয়েছে।

রবিবার (২৪ মার্চ) প্রথম ধাপে প্রক্রিয়াজতকৃত ১৫ টন কাঁচামাল বিক্রি করা হয়। বিক্রয় কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এ সময় তিনি বলেন, রাউজানবাসীর অভিভাবক, রাউজান থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন মডেল পৌরসভা গড়ার লক্ষে কাজ শুরু করেছিলাম। পরবর্তীতে অপচনশীল আবর্জনা প্রক্রিয়াজাত প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি বর্তমানে আয়বর্ধক প্রকল্পে দাঁড় করাতে সক্ষম হয়েছি। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে কর্মসংস্থানের পাশাপাশি প্রকল্পটি আয়ের মুখ দেখায় আমি খুবই আনন্দিত।’

বিক্রয় কার্যক্রম কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ টিপু, কাঁচামাল ক্রয়কারী প্রতিষ্ঠান থ্রি স্টার রিসাইক্লিং প্লাস্টিকের স্বত্বাধিকারী মো. সোলাইমান ও একই প্রতিষ্ঠানের অংশীজন মো. জাহেদ।

পৌর কর্তৃপক্ষ জানায়, থ্রি স্টার রিসাইক্লিং প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রক্রিয়াজাত কোম্পানির নিকট প্রায় ১৫ টন কাঁচামাল বিক্রি করা হয়েছে।

অচনশীল আবর্জনা থেকে প্রক্রিয়াজাতকৃত বিভিন্ন আইটেমের কাঁচামাল বিক্রি করে ভালো দাম পাওয়ার কথা জানিয়েছেন পৌরসভার প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট’র ব্যবস্থাপক তাওহীদুল ইসলাম জব্বার।

তিনি আরও বলেন, ‘রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রতি বস্তা ২শ-৩শ টাকা দরে অপচনশীল আবর্জনা ক্রয়ের পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে সংগ্রহ করেন। শুরুতে পরিস্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়ার জন্য এসব আবর্জনা সংগ্রহ করা হলেও আবর্জনাকে প্রক্রিয়াজাত করে আয়বর্ধক প্রকল্পে স্থান করে নিয়েছে প্রকল্পটি।’

ক্রয়কারী প্রতিষ্ঠান থ্রি স্টার রিসাইক্লিং প্লাস্টিকের স্বত্বাধিকারী মো. সোলাইমান বলেন, ‘রাউজান পৌরসভার এই প্রকল্পটি পরিবেশবান্ধব হওয়ায় আমরা কাঁচামাল ক্রয়ের জন্য এই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। আমরা প্রথম ধাপে প্রায় ১৪ টন কাঁচামাল সংগ্রহ করেছি। এসব কাঁচামাল থেকে বিভিন্ন প্রকার প্লাস্টিক সামগ্রী তৈরি করা হবে।’

এসকে

শেয়ার