Top
সর্বশেষ
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের শাল-গজারির বনে আগুন দেশকে ডেথভ্যালিতে পরিণত করেছে সরকার: রিজভী মধুখালীতে দুই ভাইকে হত্যা, চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না: কাদের শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ জনগণের জন্য কাজ করতে আ. লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ব্যর্থতা ঢাকতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির ভারতের শেয়ারবাজারে পতন

ভারত:পুঁজিবাজারে মার্চে ৩৮ হাজার কোটি রুপি বিদেশী বিনিয়োগ

২৬ মার্চ, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
ভারত:পুঁজিবাজারে মার্চে ৩৮ হাজার কোটি রুপি বিদেশী বিনিয়োগ

বিজনেস ডেস্ক: মার্চে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের উল্লম্ফন দেখা গেছে। মাসটিতে বিদেশি বিনিয়োগকারীরা এখন পর্যন্ত ৩৮ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছেন। ইকোনমিক টাইমসের সংবাদে এ তথ্য বলা হয়েছে।

ফেব্রুয়ারিতে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিল মাত্র ১ হাজার ৫৩৯ কোটি রুপি। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৫ হাজার ৭৪৩ কোটি রুপির শেয়ার বিক্রি করেছিলেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ভারতের বাজারে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ১৩ হাজার ৮৯৩ কোটি রুপি আর ঋণপত্রের বাজারে ৫৫ হাজার ৪৮০ কোটি রুপি।

চলতি বছর ভারতের সাধারণ নির্বাচন। সে কারণে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে আছেন বলেও বিশ্লেষকেরা মনে করছেন। জে পি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানি মনে করছে, সাধারণ নির্বাচনের পর ভারতের শেয়ারবাজারে আরও বিদেশি বিনিয়োগ আসবে। ভারতের উচ্চ প্রবৃদ্ধি ও ফেডারেল রিজার্ভের নীতি সুদহার হ্রাসের সম্ভাবনা এ দুটি কারণে বিনিয়োগকারীরা ভারতের প্রতি আকৃষ্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গত বছর চার ট্রিলিয়ন বা চার লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। এখন তা ৪ লাখ ৩০ হাজার কোটি ডলার। বর্তমানে বিশ্বের যেসব স্টক এক্সচেঞ্জের বাজারমূল্য ভারতের চেয়ে বেশি, সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাক, চীনের সাংহাই এক্সচেঞ্জ, ইউরোনেক্সট, জাপান স্টক এক্সচেঞ্জ ও সেনজেন স্টক এক্সচেঞ্জ।

ভারত আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। আগামী ২০২৭ সালের মধ্যে ভারত জাপানকে টপকে যাবে। তারপর আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি ২৯ ট্রিলিয়ন বা ২৯ লাখ কোটি ডলারে পৌঁছাবে বলে মনে করে ব্রোকারেজ সংস্থা সিএলএসএ।

স‍ূত্র:  ইকোনমিক টাইমস, প্রথম আলো ।

শেয়ার