Top

হারাগাছে নৌকার ‘বিদ্রোহী জয়ী

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
হারাগাছে নৌকার ‘বিদ্রোহী জয়ী
রংপুর প্রতিনিধি :

রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এরশাদুল হক এরশাদ। তিনি নারকেলগাছ প্রতীক নিয়ে ১৭ হাজার ২৬০ ভোট পেয়েছেন।

রোববার রাত নয়টায় রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী এরশাদুল হক এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র হাকিবুর রহমান মাষ্টার নৌকা নিয়ে ৮ হাজার ১৬৩ ভোট পেয়েছেন।

বিএনপির মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯২১ ভোট। গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে মাত্র এক হাজার ভোটের ব্যবধানে হেরে যান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন পেয়েছেন ২ হাজার ৩৪৫ ভোট।

হারাগাছ পৌরসভায় নয়টি ওয়ার্ডের মোট ২০টি কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) এবার প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। পরে ভোট গণনা শেষে হারাগাছ পৌরসভা ভবন থেকে ফলাফল ঘোষণা করা হয়।

মোট ভোটার ছিল ৪৯ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩২৪ এবং পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ জন।

এদিকে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এরশাদুল হক এরশাদ কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মাজেদের ছোট ভাই তিনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ায় দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার