Top
সর্বশেষ

কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ৫ লাখ টাকা চুরি

০৩ এপ্রিল, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ৫ লাখ টাকা চুরি
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের আলাউদ্দিন নগর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ভল্টের তালা ভেঙে ৫ লাখ ঢাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন নগর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই, এসব ডিভাইস তারা চুরি করে নিয়ে গেছে। আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ করা হয়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে

শেয়ার