Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে দাম বেড়েছে মসলার

০৪ এপ্রিল, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামে দাম বেড়েছে মসলার
চট্টগ্রাম প্রতিনিধি :

ঈদকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে দাম বেড়েছে মসলার। চাহিদা বেশি থাকায় দেশে সব ধরনের মসলার দাম এখন আকাশছোঁয়া। প্রায় সব মসলায় দাম এখন দ্বিগুণের কোটায়।

চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এ তথ্য পাওয়া যায়। এক সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৭শ টাকায়। আজ তা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে জিরার দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।

দুই মাস আগেও জিরার দাম ছিল ৩২০ থেকে ৩৪০ টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে জিরার দাম বেড়েছে দ্বিগুণ।

খাতুনগঞ্জের মেসার্স তৈয়বিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী সোলায়মান বাদশা বলেন, জিরা আমদানিতে খরচ বেশি হচ্ছে। পাইকারি মসলা বিক্রেতা প্রতিষ্ঠান রাসেল স্টোরের মালিক আকবর হোসেন বলেন, জিরা আমদানিতে ডিউটি ফি বাড়ানোর কারণে জিরার দাম বেড়েছে।

এলাচ বিক্রি হচ্ছে ২ হাজার ৫৫০ টাকা কেজিতে। খুচরা বাজারে এখন প্রতি কেজি এলাচের দাম মানভেদে ৩৬শ থেকে ৪ হাজার টাকা। স্থানভেদে এটা কোথাও কোথাও ৫ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে। যা রোজার ১ মাস আগে ছিলো ২৬শ নিচে। দামে বেড়েছে দিগুন দামে।

কাজু বাদামের দাম বেড়েছে কেজি প্রতি ১৩০ টাকা। এক সপ্তাহ আগে ৬২০ টাকায় বিক্রি হওয়া কাজুবাদাম এখন বিক্রি হচ্ছে ৭৩০ টাকায়। কিসমিস বিক্রি হচ্ছে ২৭০ থেকে ৩২০ টাকায়। এক সপ্তাহ আগে এসব কিসমিসের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা কম ছিল।

দারুচিনির দাম প্রতি কেজিতে বেড়ে ৩০ থেকে ৪০ টাকা দাম বেড়ে বিক্রয় হছে ৩৪০ টাকা। জয়ত্রী দুই হাজার ৩৫০ টাকা, জয়ফল ৬শ-৬৫০ টাকা, আখরোট এক হাজার ৫০ টাকা এবং কাজুবাদাম ৬২০ টাকা।

ইসমাইল ট্রেডার্সের মালিক ও মসলা ব্যবসায়ী মো. সেকান্দার বলেন, বাজারে মানভেদে লবঙ্গ ৫০ টাকা, জয়ত্রী ৬০ থেকে ৭০ টাকা, জয়ফল ৫০ থেলে ৫৫ টাকা, কিসমিস ৪০ থেকে ৫০ টাকা, আখরোট ৪৫ থেকে ৬০ টাকা এবং কাজুবাদাম ৫৫ থেকে ৬৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

এই দিকে খুচরা ব্যবসায়িদের অভিযোগ, বেশি দামে মসলা কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রয়।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীদের মর্জির ওপর নির্ভর করছে ভোগ্যপণ্যের বাজার। ঈদের এই সময়টায় এরা দাম বাড়িয়ে দেন। গরম মসলা স্লো আইটেম। তারপরেও থেমে নেই ব্যবসায়ীদের কারসাজি।

তিনি আরো বলেন, প্রশাসনকে অনুরোধ করবো, বাজার নিয়ন্ত্রণে তারা যেন নিয়মিত অভিযান পরিচালনা করার।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মসলার বাজারের বৃহৎ অংশই মূলত আমদানিনির্ভর। দেশের বাজারে সবচেয়ে বেশি মসলা আসে ভারত ও চীন থেকে। এছাড়া ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, গুয়েতেমালা, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে মসলা আমদানি করে বাংলাদেশ। অভ্যন্তরীণভাবে শুধু ধনিয়া, মিষ্টি জিরা, মরিচ, হলুদ, তেজপাতা, কালিজিরাসহ হাতেগোনা কয়েকটি মসলা উৎপাদন হয়। তবে চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এসব পণ্যেরও একটি উল্লেখযোগ্য অংশ আমদানি করতে হয়।

এসকে

শেয়ার